Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একদিন কমে গেল প্রস্তুতি ম্যাচ!

| প্রকাশের সময় : ২৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আর রইলো না সংশয়। ভারত সফরে ম্যাচের ভেন্যু, প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নিয়ে শুরুতে নানা অনিশ্চয়তা থাকলেও অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্টের সূচি ও ভেন্যু। গতকাল গণমাধ্যমে পাঠানো এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে নিশ্চিত করেছে ৯ ফেব্রুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামেই হবে একমাত্র এই টেস্টটি। সেই লক্ষ্যে ২ ফেব্রুয়ারি বাংলাদেশ দল পৌঁছবে হায়দরাবাদে। ৩ ও ৪ ফেব্রুয়ারি অনির্দিষ্ট বিশ্রাম-অনুশীলনের কথা রয়েছে। তবে এর ভেন্যু পরে জানিয়ে দেয়া হবে। ৫ থেকে ৬ ফেব্রুয়ারি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। যেটি হওয়ার কথা ছিলো ৩ দিনের। সেটি একদিন কমে গেছে। তবে ভালো সংবাদ হচ্ছে, প্রতিপক্ষ হিসেবে হায়দরাবাদের প্রাদেশিক কোন দলের পরিবর্তে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে খেলার সুযোগ মিলবে দুই দিনের এই ম্যাচে। যার ভেন্যু জিমখানা সেকন্দেরাবাদ। ৭ ও ৮ ফেব্রæয়ারি রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুশীলন শেষে ৯ ফেব্রুয়ারি শুরু হবে ঐতিহাসিক বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ। ১৪ ফেব্রুয়ারি দেশের উদ্দেশে ভারত ত্যাগ করবে বাংলাদেশ দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: একদিন

১২ এপ্রিল, ২০২২
২৮ জানুয়ারি, ২০২২
১৯ এপ্রিল, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ