নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : জয় দিয়েই জাপান সফর শুরু হলো কৃষ্ণা রাণী বাহিনীর। জে গ্রিণ সাকাই ফুটবল উৎসবের আগে ওসাকাতে একমাত্র প্রীতি ম্যাচে জয় তুলে নিলো বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ কিশোরী ফুটবল দল। গতকাল লাল-সবুজের মেয়েরা ২-১ গোলে হারায় সাকাই একাডেমিকে। বাংলাদেশের পক্ষে সিরাত জাহান স্বপ্না ও মৌসুমী একটি করে গোল করেন।
জে গ্রিণ সাকাই ফুটবল উৎসবে খেলতে মঙ্গলবার দেশ ছাড়ে কৃষ্ণা বাহিনী। পরের দিন জাপানে পৌঁছে প্রচÐ শীতের মধ্যে পড়ে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ কিশোরী দল। সেখানকার ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কৃষ্ণা, সানজিদা, মারিয়া, স্বপ্নাদের জন্য প্রচÐ শীত হলেও এমন প্রতিকূল পরিবেশে দারুণভাবে মানিয়ে নিয়েছেন তারা। যার প্রতিফলন ঘটলো লাল-সবুজের মেয়েরা মাঠে। সাকাই একাডেমির বিপক্ষে দারুণ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ কিশোরী ফুটবল দল। ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোলটি করেন বাংলাদেশের সিরাত জাহান স্বপ্না (১-০)। ৩৪ মিনিটে সাকাই একাডেমি সমতায় ফিরলেও (১-১) পরের মিনিটেই দ্বিতীয় গোল হজম করে তারা। ম্যাচের ৩৫ মিনিটে মিশরাত জাহান মৌসুমি গোল করে আবারও এগিয়ে দেন বাংলাদেশকে (২-১)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে কোচ গোলাম রব্বানী ছোটনের শীষ্যরা।
প্রত্যাশার চেয়ে অনেক বেশি কিছু অর্জনক্রিকেট করেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ কিশোরী দল। এএফসি বাছাই পর্বের সব ম্যাচে জিতে শেষ আটে পৌঁছেছে তারা। সাফ মহিলা ফুটবল টুর্নামেন্টে সিনিয়রদের সঙ্গে সমানতালে লড়ে রানার্সআপও হয়েছে। এরপর জাপানের মতো বিশ্বকাপে খেলা একটি দেশে খেলতে গিয়ে সেখানে প্রথম ম্যাচেই সাফল্য। দলের সাফল্যে খুশী কোচ গোলাম রব্বানী ছোটন, ‘এমন সফরের পুরো ফায়দা আদায় করে নিতে চাই আমি। যার প্রতিফলট ঘটিয়েছে মেয়েরা আজ (গতকাল)। আমি মনে করি এই সফরে আমাদের জন্যে বেশ একটা শিক্ষণীয় অভিজ্ঞতা হবে।’
আগামীকাল শুরু হচ্ছে জে গ্রিণ সাকাই ফুটবল উৎসব। একই দিনে এসি ইমাবারি, সেরেজো ও এনজিইউ নাগোয়া এফসি মহিলা দলের সঙ্গে তিনটি এবং পরদিন আমাগাসাকি মহিলা দলের সঙ্গে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।