Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের হার

| প্রকাশের সময় : ২৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে অধিনায়ক বিরাট কোহলিয় যুগের শুরুটা ভালো হল না। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজে তার দলের যাত্রা শুরু হল ৭ উইকেটের হার দিয়ে। কানপুরের গ্রীন পার্কে টস হেরে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৪৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত। ২৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত ছিলেন মাহেন্দ্র সিং ধোনি। এছাড়া কোহলি ২৯ (২৬ বলে) ও গত মার্চের টি-২০ বিশ্বকাপের পর দলে ফেরা সুরেশ রায়না করেন ৩৬ রান (২৩ বলে)। ক্যারিয়ার সেরা বোলিং করেন মঈন আলী (২/২১), একটি করে উইকেট নেন বাকি চার বোলার মিলস, জর্ডান, প্লাঙ্কেট ও স্টোকস। জবাবে দুই ওপেনার (রয় ১১ বলে ১৯ ও বিলিংস ১০ বলে ২২) ও অধিনায়ক মর্গ্যানের (৩৮ বলে ৫১) উইকেট ৩টি হারিয়ে ১১ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। রুট অপরাজিত থাকেন ৪৬ রানে (৪৬ বলে)। ২৭ রানে ২ উইকেট নেন যবেন্দ্র চাহাল। বাকি উইকেটটি ছিল অভিষিক্ত পারভেজ রসুলের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ