বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস : ময়মনসিংহে ছাত্র জমিয়ত বাংলাদেশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সু-শৃঙ্খলা ও বর্ণাঢ্য র্যালি করেছে জেলা ছাত্র জমিয়ত। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর চরপাড়া মোড় এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দলীয় পতাকা উড়িয়ে বর্ণাঢ্য এ র্যালি করেন সংগঠনটির নেতাকর্মীরা।
এর আগে সংগঠনের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্র জমিয়তের সভাপতি মতিউর রহমান মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক চৌধুরী নাসির আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুল্লাহ, যুগ্ম-সম্পাদক মাও. নুরুল আবসার মাসুম, সাংগঠনিক সম্পাদক মাও. মুহাম্মদ আলী, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আবুল কাশেম, জেলা যুব জমিয়তের সেক্রেটারি নুরুদ্দীন সরকার, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি শরিফুল ইসলাম, ছাত্রনেতা সাজ্জাদুল করীম শুআইব, ইউসুফ বিন মনীর, নূরে আলম, আ. আলীম, তালহা’সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতা ও কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে ছাত্র রাজনীতির নামে দেশের শিক্ষাঙ্গনগুলোতে চরম অস্থিরতা বিরাজ করছে। এ অস্থিরতা পরিবর্তনে ছাত্র জমিয়তকে এগিয়ে আসতে হবে। ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের শপথ নিয়ে ছাত্র জমিয়ত কর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন করে পথ চলতে হবে।
বক্তারা আরো বলেন, ‘ব্যক্তি গঠন, ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন’ এই সেøাগানকে প্রতিপাদ্য ধারণ করে পাক-ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ ১৯৯২ সনের ২৪ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।