বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট অফিস : ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর ওসমানী শিশুপার্কের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে কাজিরবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।
র্যালিতে ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা রশীদ আহমদ বিশ্বনাথী, মাওলানা নজরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, জেলার সাবেক সেক্রেটারি মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সাবেক সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, মুখতার হোসাইন, বর্তমান সভাপতি মাওলানা সাইফুর রহমান, সেক্রেটারি আব্দুল হামীদ খান, জেলা ছাত্র জমিয়তের সাবেক প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, বর্তমান জেলা সহ-সভাপতি লুৎফুর রহমান, হাফিজ ফরহাদ আহমদ, সাবেক ছাত্রনেতা মাওলানা আব্দুল হালিম সাতবাকি, মোহাম্মদ আলী, সালেহ আহমদ শাহবাগী প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালিতে দলীয় পতাকাসহ জাতীয় পতাকা হাতে প্রায় দুই হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।