গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
খুলনা ব্যুরো : সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধ ও স্থানান্তরের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় অর্ধদিবস হরতালের সমর্থনে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় খুলনা প্রেসক্লাবের সামনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা কমিটির উদ্যোগে সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির খুলনা জেলার সভাপতি ডা. মনোজ দাস। সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা খালিদ খসরু। সমাবেশে বক্তৃতা করেন, সিপিবির কেন্দ্রীয় নেতা এস এ রশিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মনিরুল হক বাচ্চু, গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহŸায়ক মুনীর চৌধুরী সোহেল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা নেতা কাজী দেলোয়ার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ’র খুলনা জেলা নেতা জনার্দন দত্ত নান্টু, বাসদ (মার্কবাদী) খুলনা জেলা নেতা রুহুল আমিন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এইচ এম শাহাদৎ, আনিছুর রহমান মিঠু, মারুফ গাজী ও গোলাম মোস্তফা প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।