Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল জব্দ

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে আবারো ২৭ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড। এগুলো নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা বলে জানা গেছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লে. কমান্ডার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার পশুর নদীর কানাইনগর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ৪৮ পিস এসএস পাইপ জব্দ করেন। ৯টি ২০ ফুট ও ৩৯টি ১৮ ফুট লম্বা এ পাইপের মূল্য ২৭ লাখ ৭৪ হাজার ৫’শ টাকা। জব্দকৃত মালামাল মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।
এর আগে গত রোববার একই এলাকা থেকে ৪০ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২৩ টি এস এস পাইপ উদ্ধার করে কোস্ট গার্ড।
এই সকল মালামালও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে পাচার করে এনে কানাইনগর খালে রাখে চোরাকারবারীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ