Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিশালে রাস্তা বন্ধ করে মার্কেট নির্মাণের পাঁয়তারা

| প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : বরিশাল মহানগরীর ২৭নম্বর ওয়ার্ডের ডেফুলিয়া এলাকায় জনগণের চলাচলের রাস্তার ওপর মাকের্ট নির্মাণের পাঁয়তারা করছেন মরহুম এক আওয়ামী লীগ নেতার নিকটাত্মীয়। বিষয়টি সম্পর্কে স্থানীয় জনগণ সিটি মেয়রের কাছে লিখিত অভিযোগ দায়েরের পরে তিনি বিষয়টি সম্পর্কে সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা গ্রহণে স্থানীয় কাউন্সলরকে দায়িত্ব দিয়েছেন।
২৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম ইতোমধ্যে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার ওপর মার্কেট নির্মাণ না করতে নির্দেশনাও দিয়েছেন। কিন্তু মো. নাসির উদ্দিন কাজী রাস্তার দু’ পাস দিয়ে মার্কেট নির্মাণ করে রাস্তাটির ওপরে ছাদ ঢালাইয়ের চেষ্টা করছেন। সর্বসাধারণের জন্য রাস্তার জমি উন্মূক্ত রেখে ওপরে ছাদ ঢালাই করে সেখানে স্টল নির্মাণ করার চেষ্টা চলছে।
স্থানীয় এলাকাবাসী এ ব্যাপারে নগর কতৃপক্ষের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ