বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক কারখানার কন্ট্রাক্টর ইনচার্জ এনামুল হক নামে এক বখাটে একই গামেন্টর্স এর মহিলা কর্মী মুন্নি বেগমকে কু-প্রস্তাব দেয়। এতে মুন্নি বেগম রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে বলাইখা এলাকায় এ হুমকি দেয়া হয়। মুন্নি বেগম আউখাবস্থ মাইক্রো ফেব্রিক্স লি. গামের্ন্টেস মহিলা অপারেটর।
মুন্নি বেগম জানান, গত দুই বছর ধরে তার স্বামী মালয়েশিয়ায় কর্মরত আছে। তিনি বলাইখা এলাকায় বসবাস করে আউখাবস্থ মাইক্রো ফেব্রিক্স লি. গামের্ন্টেসে চাকরি করে আসছেন। স্বামী বিদেশে থাকার সুযোগে একই কারখানার কন্ট্রাক্টর ইনচার্জ এনামুল হক প্রায় সময় তাকে কু-প্রস্তাব দিতো। এতে তিনি রাজি না হওয়ায় তাকে নানা ভয়ভীতি দেখাতো। সোমবার দুপুরেও তাকে আবার কু-প্রস্তাব দেয়। এতে তিনি রাজি না হওয়ায় এনামুল হক তাকে ও তার ছেলে ও মেয়েকে তুলে নিয়ে তার ওই দুই সন্তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ ব্যাপারে এনামুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কাউকে কোন কু-প্রস্তাব দেইনি। আমার স্ত্রী ও সন্তান রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।