বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : শ্যামলী পরিবহনের নাম শ্যামলী কোম্পানী ছাড়া অন্যান্য (বাস) মোটরযানে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে শ্যামলী পরিবহনের ব্যানার মালিক ছাড়া অন্য যাঁরা ব্যবহার করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর চেয়ারম্যানের কাছে করা আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন এ বি এম আলতাফ হোসেন ও এ আর এম কামরুজ্জামান কাঁকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। শ্যামলী নামটি যত্রতত্র ব্যবহার করছে এমন অভিযোগ এনে গত ১৭ জানুয়ারি রিটটি করেন শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ। পরে আইনজীবী এবিএম আলতাফ হোসেন জানান, ১৯৭৩ সাল থেকে শ্যামলী পরিবহন ট্রান্সপোর্ট ব্যবসা করে আসছে। কিছু অসাধু ব্যবসায়ী অন্যান্য পরিবহনে বেআইনিভাবে শ্যামলী পরিবহনের নাম ও ব্যানার ব্যবহার করছে। এতে পরিবহনটির সুনাম নষ্ট হচ্ছে। যাত্রীরা ভোগান্তির মুখে পড়ছেন। শ্যামলী পরিবহনের মালিক ছাড়া অন্যরা বেআইনিভাবে এই পরিবহনের নাম ও ব্যানার ব্যবহার করছেন উল্লেখ করে গত বছরের ৫ ডিসেম্বর আইজিপির কাছে এবং ৯ নভেম্বর বিআরটিএর চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়। তারপরও কাজ না হলে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিট শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।