বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্যামলী পরিবহনের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়েছে র্যাব-২ ১০ হাজার পিস ইয়াবাসহ চালককে গ্রেফতার করেছে। চালকের নাম নুরে আলম (৪২)। এ সময় বাসটিও জব্দ করা হয়েছে। গতকাল সকালে রাজধানীর মহাখালীতে এ ঘটনা ঘটে।
র্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালী রেলগেটের পশ্চিম পাশে নামিরা হোটেলের সামনে শ্যামলী পরিবহনের ঢাকা মেট্্েরা-ভ ১৫২২৯৬ নাম্বার বাসটিতে অভিযান চালানো হয়। অভিযানে বাসের চালক নুরে আলমকে (৪২) আটক করার পাশাপাশি বাসটি জব্দ করা হয়েছে। বাস চালক নূরে আলম নিয়মিত ইয়াবা সেবন করতেন। এর আগেও ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছেন তিনি। এসব ইয়াবা মিয়ানমার থেকে রামু হয়ে কক্সবাজারের চকরিয়ায় আসে। তারপর সেখান থেকে ইয়াবাগুলো শ্যামলী পরিবহনের ওই চালক রিসিভ করে ঢাকা নিয়ে আসেন।
তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের বাসটি ইয়াবা নিয়ে ঢাকায় ঢুকবে। তথ্য অনুযায়ী টিমের সদস্যদের নিয়ে আমরা বাসটির জন্য অপেক্ষা করি। বাসটি মহাখালী এলাকায় এলে থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় বাসের সিটের নিচ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।