Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলা দেশের অলি ম্পিক ব্যর্থ হলেন শ্যামলীও

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোটর্স রিপোর্টার : শুটার আব্দুল্লাহহেল বাকির মতো রিও অলিম্পিকে ব্যর্থ হলেন বাংলাদেশের মহিলা আরচ্যার শ্যমলী রায়ও। তবে বাকি যেখানে প্রতিযোগিতার প্রথম দিনই বিদায় নিয়েছেন, সেখানে শ্যামলী দ্বিতীয় দিনও তীর-ধনুক হাতে নামার সুযোগ পেয়েছিলেন। বুধবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে শ্যামলী অংশ নেন রিকার্ভ বো ইভেন্টে অ্যালিমিনেশন (১/৩২) রাউন্ডে। এই রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন মেক্সিকান গ্যাব্রিয়েলা বায়ার্ডো। প্রতিযোগিতায় গ্যাব্রিয়েলার সামনে দাঁড়াতেই পারেননি লাল-সবুজের আরচ্যার। লড়াইয়ে মেক্সিকান গ্যাব্রিয়েলা ৬-০ পয়েন্টে হারান শ্যামলীকে। ফলে শুটার আবদুল্লাহেল বাকীর পর রিও অলিম্পিক থেকে লাল সবুজদের দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে বিদায় নিলেন এই নারী তীরন্দাজ। সাম্বাড্রাম স্টেডিয়ামে গ্যাব্রিয়েল ও শ্যামলী মাঠে নামেন রিকার্ভ বো ইভেন্টে অ্যালিমিনেশন (১/৩২) রাউন্ডে। প্রথম সেটে শ্যামলীর স্কোর ২৭। যেখানে গ্যাব্রিয়েলার ২৮। দ্বিতীয় সেটে শ্যামলী ২৩ এবং গ্যাব্রিয়েল ২৮ এবং শেষ সেটে বাংলাদেশের তীরন্দাজ ২৫ ও গ্যাব্রিয়েল ২৮। পাঁচ সেটের মধ্যে প্রথম তিনটি জেতায় দ্বিতীয় অ্যালিমিনেশন (১/১৬) রাউন্ডে চলে গেলেন গ্যাব্রিয়েল। আর প্রত্যেক সেটে দু’পয়েন্ট করে পাওয়ায় শেষে ৬-০ পয়েন্টে শ্যামলীকে হারান এই মেক্সিকান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলা দেশের অলি ম্পিক ব্যর্থ হলেন শ্যামলীও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ