Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিওতে বাংলাদেশ আজ ঢাকা ছাড়ছেন সিদ্দিকুর ও শ্যামলী

প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোটর্স রিপোর্টার : রিও অলিম্পিকের পর্দা উঠতে বাকি আর মাত্র ৩ দিন। আগামী ৫ আগস্ট ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরো’র মারাকানা স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। এই গেমসে অংশ নিতে ইতোমধ্যে ব্রাজিলের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ শুটিং, অ্যাথলেটিক্স ও সাঁতার দল। আজ রিও যাচ্ছে লাল-সবুজের গলফ ও আরচ্যারী দল। সকাল সোয়া ৬ টায় টার্কিশ এয়ারলাইন্স যোগে ঢাকা ছাড়বে দুই সদস্যের গলফ দল। দলের খেলোয়াড় কৃতি গলফার সিদ্দিকুর রহমানের সঙ্গে দলনেতা হয়ে যাচ্ছেন একেএম আব্দুল্লাহহিল বাকি। একই দিন রাত সাড়ে ৯ টায় অ্যামিরেটস এয়ারলাইন্স যোগে বাংলাদেশ ছাড়বে আরচ্যারী দল। দুই সদস্যের এ দলে দেশসেরা মহিলা আরচ্যার শ্যামলী রায়ের সঙ্গে কোচ হিসেবে যাবেন নিশিথ দাস। আর গতকাল সকালে টার্কিস এয়ারলাইন্স যোগে রিও’র উদ্দেশে রওয়ানা হয়েছেন বাংলাদেশের দ্রæততম মানব মেজবাহ আহমেদ ও মানবী শিরিন আক্তার এবং সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা। অ্যাথলেটিক্স দলের সঙ্গে মোঃ শাহ আলম ও সাঁতার দলের সঙ্গে রফিজ উদ্দিন দলনেতা হিসেবে ব্রাজিল গেছেন।
রিও অলিম্পিক গেমসের উদ্বোধনী দিনই লড়াইয়ে নামবেন বাংলাদেশের উদীয়মান তীরন্দাজ শ্যামলী রায়। ব্রাজিলের সাম্বাড্রাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় রিকার্ভ বো ইভেন্টের ব্যাক্তিগত র‌্যাংকিং রাউন্ডে খেলবেন তিনি। এই বাধা টপকাতে পারলেই শ্যামলী খেলবেন ১/৩২ অ্যালিমিনেশন রাউন্ডে। লাল-সবুজের এই নারী তীরন্দাজের সেরা স্কোর ৬১৮ পয়েন্ট। শ্যামলী চার বছর আগে দক্ষিণ কোরিয়ার কি-কোবে আন্তর্জাতিক আরচ্যারী চ্যাম্পিয়নশিপে ৬৭১ পয়েন্ট অর্জন স্বর্ণ জিতেছিলেন। ঢাকা ছাড়ার আগে গতকাল শ্যামলী বলেন, ‘আমার জীবনেরই শুধু নয়, সব খেলোয়াড়ের ক্যারিয়ারেই অলিম্পিক গেমস স্বপ্নের মতো। এ আসরে খেলার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি চেষ্টা করবো ব্রাজিলে নিজের সেরা স্কোর তুলতে। নিজের সেরা পারফরমেন্স দিয়ে দেশের মান বাড়াতে চাই। এ জন্য দেশবাসীর দোয়া কামনা করছি।’ তিনি আরো বলেন,‘অলিম্পিকের মতো বড় আসরে খেলার সুযোগ পাওয়ার খবরে কিছুটা ভয় পেয়েছিলাম। তবে আরচ্যারী ফেডারেশনের কর্মকর্তাদের উৎসাহে সেই ভয় আস্তে আস্তে কেটে যাচ্ছে। এখন আমি প্রস্তুত রিও’তে তীর-ধনুক হাতে লড়তে। প্রস্তুতি ভালোই হয়েছে।’
১১ আগষ্ট রিও’র গলফ কোর্সে ব্যক্তিগত স্ট্রোক প্লেতে খেলতে নামবেন প্রথমবারের মতো বাংলাদেশ থেকে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ পাওয়া গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে চারটায় লড়াইয়ে নামবেন তিনি। অলিম্পিক র‌্যাংকিংয়ে ৫৬তম স্থানে থেকে রিও অলিম্পিকে কোয়ালিফাই করা সিদ্দিকুরের বর্তমান বিশ্ব র‌্যাংকিং ৩১০। তার চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা অনেক গলফারই খেলবেন ১১২ বছর পর অলিম্পিক গেমসে ফেরা গলফে। তবুও যেহেতু গলফ হবে ব্যক্তিগত ইভেন্টে, তাই কিছুটা হলেও আশাবাদী সিদ্দিকুর। তবে অলিম্পিকে খেলতে যাওয়ার আগে সিদ্দিকুরের থাইল্যান্ড সফর সফল হয়নি। থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত কিংস কাপের প্রথম রাউন্ডে গত ২৮ জুলাই ভালো পারফরমেন্স করে যৌথভাবে ১৯তম স্থানে থাকলেও ২৯ জুলাই টুর্নামেন্ট থেকে ছিটকে পরেন তিনি। আসরের দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে ১১২তম স্থান পাওয়ার পর সিদ্দিকুরের বিদায় নিশ্চিত হয়। তবে ব্রাজিল যাওয়ার আগে এ ব্যর্থতা নিয়ে মোটেও চিন্তিত নন লাল-সবুজের সেরা গলফার। তাই তো দেশ ছাড়ার আগে কাল বেশ উৎফুল্ল ছিলেন তিনি। সিদ্দিকুর বলেন, ‘আমি রিও অলিম্পিকে যাচ্ছি দেশের মান বাড়াতে। সেখানে নিজের সেরা পারফরমেন্স তুলে ধরতে চাই। আশাকরি সফল হবো। যদিও কিংস কাপে ভালো কিছু করে দেখাতে পারিনি, তবে রিও’তে খেলার আগে থাইল্যান্ডে নিজেকে ভালোভাবেই ঝলিয়ে নিয়েছি।’ সিদ্দিকুর আরো বলেন, ‘প্রথম বাংলাদেশী হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এ সুযোগ কাজে লাগাতে চাই। আর এর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’
বহুল কাক্সিক্ষত অলিম্পিক গেমসের ৩১তম আসর শেষ হবে ২১ আগস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিওতে বাংলাদেশ আজ ঢাকা ছাড়ছেন সিদ্দিকুর ও শ্যামলী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ