নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : রিও অলিম্পিকের মহিলা আরচ্যারির ব্যক্তিগত রিকার্ভ বো ইভেন্টের র্যাংকিং রাউন্ড পেরিয়ে ইতোমধ্যে অ্যালিমিনেশন (১/৩২) রাউন্ডে পৌঁছেছেন বাংলাদেশের কৃতী আরচ্যার শ্যামলী রায়। আজ অ্যালিমিনেশন (১/৩২) রাউন্ডে লড়াইয়ে নামছেন তিনি। রিও’র সাম্বাড্রাম স্টেডিয়ামে এই রাউন্ডে শ্যামলীর প্রতিপক্ষ মেক্সিকান গ্যাব্রিয়েলা বেয়ার্ডো। বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে তীর ধনুক হাতে লড়াইয়ে নামবেন লাল-সবুজের নারী তীরন্দাজ।
আরচ্যারি খেলাটি বাংলাদেশে এসেছে প্রায় এক যুগেরও বেশি সময় আগে। এই সময়ের মধ্যে সাফল্যও কম পায়নি লাল-সবুজরা। বিভিন্ন আন্তর্জাতিক আসরে এখন পর্যন্ত বাংলাদেশের আরচ্যাররা জিতেছেন পাঁচটি স্বর্ণপদক। বিশ্বের সেরা যুব আরচ্যারও হয়েছিলেন বাংলাদেশের পুরুষ তীরন্দাজ ইমদাদুল হক মিলন। তবে এক্ষেত্রে শ্যামলী রায়ের তেমন কোন সাফল্য নেই। উল্লেখ করার মতো কেবল ২০১৫ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপকেই ধরা যায়। এ আসরে ৬১৮ স্কোর করে র্যাংকিং রাউন্ড পেরিয়ে সর্বশেষ অ্যালিমিনেশন (১/৮) রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন শ্যামলী। র্যাংকিংয়ে ১৫তম হয়েছিলেন তিনি। আর এবার র্যাংকিং রাউন্ডে করেছেন ৬০০ স্কোর। এই রাউন্ডে ৬৪ জন আরচ্যার অংশ নিলেও শ্যামলী ৫৩তম হয়ে অ্যালিমিনেশন (১/৩২) রাউন্ডে জায়গা পান। ক্রস পদ্ধতিতে তার প্রতিপক্ষ হয়েছেন মেক্সিকান গ্যাব্রিয়েলা। তিনি যে খুবই শক্তিশালী র্যাংকিং রাউন্ডের স্কোর দেখলেই তা স্পষ্ট। ৬৪ জনের মধ্যে ৬৪৮ স্কোর করে ১২তম হন গ্যাব্রিয়েলা। আরচ্যারির ক্রস পদ্ধতি হলো, র্যাংকিং রাউন্ডে প্রথমস্থান অর্জনকারী অ্যালিমিনেশন রাউন্ডে (১/৩২) খেলেন সর্বশেষ ৬৪তম হওয়া তীরন্দাজের সঙ্গে। সেই হিসেবে শেষ দিকে ৫৩তম হওয়া শ্যামলী রায় খেলছেন প্রথম দিকে ১২তম হওয়া গ্যাব্রিয়েলার সঙ্গে। এই রাউন্ডে ভালো করার ব্যাপারে আশাবাদি শ্যামলী। গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলেন, ‘আমার লক্ষ্য পরবর্তী অ্যালিমিনেশন রাউন্ডে (১/১৬) জায়গা করে নেয়া। আশা করছি প্রথম অ্যালিমিনেশন রাউন্ডে (১/৩২) ভালো স্কোর করে সাফল্যের পথে এগিয়ে যাবো। এ জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।