পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিভিন্ন ক্লিনিক ও ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে। অভিযান চলাকালে আরো ১০ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। র্যাব সদর দপ্তর থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এবং চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি একেএম এনামুল করিমের নেতৃত্বে র্যাবের একটি দল বুধবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকায় ক্লিনিক ও ফার্মেসীতে অভিযান চালায়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক পরিচালনা করার অপরাধে সেবা ক্লিনিককে ৩ লাখ, ল্যাবওয়ান মেডিক্যাল সার্ভিসকে দেড় লাখ এবং পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অনুমোদনহীন কোম্পানীর নিম্নমানের ওষুধ, মেয়াদ উত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে ল্যাবওয়ান মেডিক্যাল সার্ভিসেস ফার্মেসীকে ৫০ হাজার টাকা, লাল ফার্মেসীকে ১ লাখ টাকা, জাহান ফার্মেসীকে ১ লাখ টাকা ও মিয়া ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সাড়ে ১০ লাখ টাকা মূল্যের ওষুধ ও আনুসঙ্গিক জিনিসপত্রও জব্দ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।