নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : চতুর্থ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে এখন সংবর্ধনা ও পুরস্কারের জোয়ারে যেন ভাসছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। গত ১২ জানুয়ারি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের কাছ থেকে সংবর্ধনা ও ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন উপহার পেয়ে আনন্দিত ছিল সাবিনা খাতুন বাহিনী। এবার সেই আনন্দ উচ্ছ¡াসে রূপ নিল। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় মধ্যাহ্নভোজের উৎসব শেষ হতে না হতেই চব্বিশ ঘণ্টার মধ্যে আনন্দের আরেকটি উপলক্ষ্য খুঁজে পেলেন সাবিনা-স্বপ্না-কৃষ্ণা-সানজিদারা। গতকাল তারা পেলেন আরেকটি সংবর্ধনা এবং সঙ্গে অর্থ পুরস্কারও। এদিন দুপুরে বাফুফে ভবনে সাফ চ্যাম্পিয়নশিপে রানার্সআপ লাল-সবুজের মেয়েদের সংবর্ধনা ও অর্থ পুরস্কার দিয়েছে এনভয় গ্রæপ। তারা ২৫ সদস্যের বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের প্রত্যেকের হাতে নগদ ২০ হাজার টাকা করে অর্থ পুরস্কার তুলে দেয়। সংবর্ধনা অনুষ্ঠানে ২০ ফুটবলার ও পাঁচজন কর্মকর্তা এই পুরষ্কার পান। পুরষ্কার তুলে দেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি ও এনভয় গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম মুর্শেদী ও পরিচালক ইশমাম সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি, সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ রূপু, বিজন বড়ুয়া, ইকবাল হোসেন, অমিত খান শুভ্র, জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, টেকনিক্যাল অ্যান্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।