নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : পর্দা উঠলো ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টের। আসরের উদ্বোধনী দিনে গতকাল স্বাগতিক বাংলাদেশের পুরুষরা হারলেও জয় পেয়েছে নারীরা। গতকাল শহীদ ক্যাপ্টেন মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগে উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারত ৪৫-৩১ গোলে হারায় বাংলাদেশকে। ভারতের অনিল কুদিয়া ১৩ ও বাংলাদেশের সোহেল রানা করেন সর্বোচ্চ ৯ গোল। সন্ধ্যায় একই ভেন্যুতে মহিলা বিভাগের খেলায় বাংলাদেশ ৪৭-১৪ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করে। দিনের অন্য খেলায় পুরুষ বিভাগে নেপাল ২৭-২২ গোলে আফগানিস্তানকে, পাকিস্তান ৩৫-১০ গোলে মালদ্বীপকে এবং মহিলা বিভাগের খেলায় নেপাল ২৮-৭ গোলে মালদ্বীপকে হারায়।
এর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেও এমপি। এসময় গেস্ট অব অনার ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার ও এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক পাকিস্তানের শফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর। এসময় ভিকারুননিসা নুন স্কুলের ছাত্রীরা মনোজ্ঞ ডিসপ্লেতে দেশের ঐতিহ্য তুলে ধরেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।