Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুরের সাগরদাঁড়িতে শুরু সপ্তাহব্যাপী মধুমেলা

| প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা : আজ (শনিবার) বিকাল সাড়ে ৫টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অমিত্রাক্ষর ছন্দের জনক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী ও সপ্তাহব্যাপাী মধুমেলা উদ্বোধন করেন প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।
মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাগরদাঁড়িতে পর্যটন শিল্প বিকাশে কাজ করা হবে। এ জন্য এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থ্যা উন্নয়নে কাজ করা হবে। পর্যটন বিকাশে সাগরদাঁড়িতে ৫তলাবিশিষ্ট পর্যটন মোটেল গড়ে তোলা হবে। মহাকবির জন্মদিন ২৫ জানুয়ারি হলেও ২ ফেব্রæয়ারি থেকে এসএসসি পরীক্ষার কারণে ২১ জানুয়ারি থেকে মেলা শুরু হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা প্রশাসনের আয়োজনে মেলা উদযাপন কমিটির সভাপতি জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান বিপিএম পিপিএম সেবা, কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম। মেলায় স্বাগত বক্তব্য রাখবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পারভেজ হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি তপন ঘোষ মন্টু। মেলা উদ্বোধনের আগেই মেলা প্রাঙ্গণে অশ্লীল নৃত্তের ২৪টি ডোরা জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে অভিযান চালিয়ে কিছু সরঞ্জাম জব্দ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
উদ্বোধন অনুষ্ঠানের পরদিন থেকেই প্রতিদিন বিকালে মধুমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। মধুসূদনের সৃষ্টি, সাহিত্য ও কর্মজীবনের ওপর বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেবেন দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। আলোচনা সভা শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন দলগত সংগীতানুষ্ঠানের পাশাপাশি দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পীরা এখানে সংগীত পরিবেশন করবেন। প্রতিবারের ন্যায় মেলায় আগতদের মাঝে মেলা আকর্ষণীয় করে তুলতে মেলার মাঠে কৃষি মেলার প্রদর্শনী, যাত্রা, সার্কাস, ইঞ্জিন ট্রেন, জাদু ও পুতুল নাচ ভ্যারাইটি শোর ব্যবস্থা রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেশবপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ