রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কেশবপুর (উপজেলা) উপজেলা সংবাদদাতা
যশোরের কেশবপুরে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-২ (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে নিয়োজিত নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির নারী কর্মীদের হাতে অর্থের চেক ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম সরদার। এ উপলক্ষে গত বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও শরিফ রায়হান কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমীর হোসেন, নারী ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির ৯২ জন নারী কর্মীদের মাঝে ৩৩ লাখ ৭৯ হাজার ৫৫৮ টাকার চেক ও সনদপত্র
বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।