Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা : কেশবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে নবনির্বাচিত মেয়র ও ১২ জন কাউন্সিরদের দায়িত্ব গ্রহণোত্তর পৌরসভা চত্বরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত শুক্রবার বেলা ১১টায় পৌরসচিব হারেজ উদ্দীনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত মেয়র আ.লীগ নেতা রফিকুল ইসলাম মোড়ল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, মহিলা আ.লীগ নেত্রী অধ্যাপিকা রেবা ভৌমিক, আ.লীগ নেতা হাসান সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ-জামান খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমামুল হক। অন্যদের মধ্যে সংরক্ষিত ৩নং মহিলা ওয়ার্ড কাউন্সিলর মনিরা খাতুন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জামাল উদ্দিন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুজ্জামান শহিদ প্রমুখ বক্তব্য রাখেন। নবনির্বাচিত মেয়র রফিকুল ইসলাম মোড়ল বলেন, আমি কেশবপুর পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে চাই। আমি পৌরবাসীকে নিঃশর্ত নিষ্কণ্টকভাবে সেবা করতে চাই। কেশবপুরের এমপি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দিক-নির্দেশনা নিয়ে এবং পৌরবাসীর সহযোগিতায় একটি কাক্সিক্ষত পৌরসভা হিসেবে গড়ে তুলব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেশবপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ