Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুর প্রেসক্লাব নির্বাচন আশরাফ সভাপতি মোতাহার সম্পাদক

প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর উপজেলা সংবাদদাতা : যশোরের কেশবপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আশরাফ-উজ-জামান খান (দৈনিক ইত্তেফাক/এনটিভি) ২৪ ভোট পেয়ে সভাপতি ও মোতাহার হোসাইন (দৈনিক গ্রামের কাগজ/সমকাল) ২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রেসক্লাবের ৪৫ জন সদস্যের মধ্যে ৪৩ জন ভোট প্রদান করেন। নির্বাচিত অন্যরা হলেনÑ সহ-সভাপতি ২টি পদে রুহুল কুদ্দুস (দৈনিক ইনকিলাব) ও আব্দুস সাত্তার মোল্যা (দৈনিক সংগ্রাম), যুগ্ম সম্পাদকের ২টি পদে মাহাবুবুর রহমান টুলু (দৈনিক নবচেতনা) ও রুহুল আমিন হিরণ, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান (দৈনিক সংবাদ), দফতর সম্পাদক পদে আব্দুল মজিদ (দৈনিক বাংলাদেশ সময়), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে উৎপল দে (দৈনিক নারীকণ্ঠ) ও গ্রন্থাগার সম্পাদক পদে শাহিনুর রহমান (দৈনিক ভোরের ডাক)। নির্বাহী কমিটির ৫টি সদস্য পদে এ কে আজাদ ইকতিয়ার (দৈনিক প্রজন্মের ভাবনা), অধ্যক্ষ এম আর মঈন (দৈনিক দক্ষিণাঞ্চল), আব্দুর রহমান (দৈনিক মানব জমিন), আব্দুর রাজ্জাক (দৈনিক আজকালের খবর) ও রাজ্জাক আহম্মেদ রাজু (দৈনিক পূর্বাঞ্চল) নির্বাচিত হয়েছেন। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন প্রধান মাস্টার সিরাজুল ইসলাম, সদস্য অধ্যক্ষ রুহুল আমিন ও আব্দুস সামাদ রিপন বিরতিহীনভাবে ভোট গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেশবপুর প্রেসক্লাব নির্বাচন আশরাফ সভাপতি মোতাহার সম্পাদক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ