Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেশবপুরে আ.লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত

প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

কেশবপুর (যশোর) উপজেলা সংবাদদাতা

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পছন্দের ও সুপারিশকৃত আওয়ামী লীগ নেতারা কেশবপুরে নৌকার মাঝি হয়েছেন। পঞ্চম ধাপে আগামী ২৮ মে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত রোববার দুপুরে ঢাকায় কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন পুনঃগঠিত ১নং ত্রিমোহিনী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনিছুর রহমান, সাগরদাঁড়ি ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুল ইসলাম মুক্ত, মজিদপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, পুনঃগঠিত ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ৫নং মঙ্গলকোট ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল কাদের বিশ্বাস, ৬নং কেশবপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, ৭নং পাঁজিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, ৮নং সুফলাকাটি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ সরদার, ৯নং গৌরীঘোনা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, নবগঠিত ১০নং সাতবাড়িয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শামছুদ্দীন ও নবগঠিত ১১নং হাসানপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শহীদুজ্জামান শাহীন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে দলের নিবেদিত নেতাদের মনোনীত করে গত রোববার দুপুরে ঢাকায় নাম ঘোষণা করেছেন। যারা আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক পেয়েছেন তারা সকলেই উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। ইতিপূর্বে তারা দলের বিভিন্ন কর্মসূচি পালন ছাড়াও আন্দোলন সংগ্রামে করে জনগণের সুখে-সুঃখে পাশে থেকেছেন। আশা করি নির্বাচনে ভোটাররাও পাশে থেকে তাদের নির্বাচিত করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেশবপুরে আ.লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ