বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের ছফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে চতুর্থ শ্রেণির এক কর্মচারীর নিয়োগ বাতিলের দাবিতে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার সকালে। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে অবৈধ নিয়োগসহ বাতিল এবং প্রধান শিক্ষক মোঃ ফজলুল হকের শাস্তি দাবি করেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক জানান, কর্মচারী নিয়োগে কোনো অনিয়ম হয়নি। চাঁদা না দেয়ার কারণে কিছু সস্ত্রাসীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। অভিযোগে জানা গেছে, ২০১১ সালে তারিখ দেখিয়ে অবৈধভাবে আকরাম হোসেন নামে এক চতুর্থ শ্রেণির একজন কর্মচারী নিয়োগ প্রদান করে ছফির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক। অবৈধভাবে কর্মচারী নিয়োগ দেয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল গত কয়েক বছর যাবত। যশরা ইউনিয়নের ইউপি সদস্য মোখলেছুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুল হক মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে চতুর্থ শ্রেণির কর্মচারী মোঃ আকরাম হোসেনকে গোপনে নিয়োগ দিয়েছেন। আমরা এ নিয়োগ মানি না। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের একাধিক শিক্ষক অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের কর্মচারী নিয়োগের বিষয়ে প্রধান শিক্ষক আমাদের কিছুই বলেনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন জানান, নিয়োগটি আমার সময়ে হয়নি। তাই এ বিষয়ে আমার কিছুই বলার নেই। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহবুব আলম জানান, যশরা ইউনিয়নের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল ও এলাকাবাসীর সাথে আলোচনা করে বিকেলে বিদ্যালয়ের তালা খুলে দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।