Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনাইমুড়িতে রাস্তায় নামল এলাকাবাসী

পাকা সড়কের দাবি

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে ব্রজেরগাঁও খলিলুর রহমান স্কুল থেকে সামারখিল হয়ে পালপাড়া ডাক্তার বাড়ির দরজা পর্যন্ত সড়ক পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল সোমবার সামারখিল নুরানিয়া হাফেজিয়া মাদরাসার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে নার, পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, ইমাম-মোয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি পেশার অংশগ্রহণ করেন।

এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম ভুঁইয়া, ব্রজেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক মো. ফারুক, আইচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মতিউর রহমান মানিক প্রমূখ। বক্তারা বলেন, এ সড়ক হয়ে প্রতিদিন সামারখিল, পালপাড়া, সরকামতা ও নবগ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। এছাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ, খলিলুর রহমান কামিল মাদরাসা, ব্রজেরগাঁও উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ও নুরানী মাদরাসার ছাত্র-ছাত্রী যাতায়াত করে। নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ইকরামুল হক জানান, আমাদের কর্মকর্তারা অবিলম্বে সড়কটি পরিদর্শন করবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাস্তায় নামল এলাকাবাসী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ