Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম বিভাগে কাননের সেঞ্চুরি

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগের দিনই তিনটি সেঞ্চুরির দেখা মিলেছে প্রথম বিভাগ ক্রিকেট লিগে। গতকালও তিন অঙ্কের দেখা পেয়েছেন ইজারুল ইসলাম কানন। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে কাননের এই সেঞ্চুরির সুবাদে উত্তরা স্পোর্টিংকে ৩ উইকেটে হারিয়েছে ইয়ং পেগাসাস ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৯ রান তোলে উত্তরা। জবাবে কাননের অনবদ্য ১৩৩ রানের ইনিংসে ভর করে শেষ বলে রোমাঞ্চকর এক জয় তুলে নেয় ৭ উইকেট হারানো পেগাসাস। এছাড়া দিনের অন্যান্য ম্যাচে শেরে বাংলায় আজাদ স্পোটিংকে (৩৩.১ ওভারে ১০০/১০) ৬ উইকেটে হারায় কালিন্দি ক্রীড়া চক্র (২৫ ওভারে ১০১/৪), ফতুল্লা আউটারে আব্দুল গফফার রনির (৫/৩৩) দূর্দান্ত বোলিং ও ওয়াহিদুজ্জামান ইমনের (৭৬) ব্যাটিংয়ে সিটি ক্লাবকে (৪৯.২ ওভারে ১৮২/১০) ৭ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রীড়া চক্র, বিকেএসপি-থ্রিতে সাদমান হোসেনের ৮৪ রানের ইনিংসে ভর করে ধানমন্ডি প্রগতি সংঘকে (৪৮.২ ওভারে ২১২/১০) ৫ রানে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব এবং বিকেএসপি-ফোরে আসলাম হোসেনের (৮৫) ব্যাটিং দ্যুতিতে র‌্যাপিড ফাউন্ডেশনের (৪৮ ওভারে ১৭০/১০) বিপক্ষে ১১০ রানের বিশাল জয় পেয়েছে সূর্য তরুণ (৫০ ওভারে ২৮০/৯)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ