Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সা-রিয়ালকে ছাড়িয়ে ম্যান ইউ

| প্রকাশের সময় : ২০ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : গেল মৌসুমে মাঠের পারফর্ম্যান্সের স্মৃতি ভুলে যেতেই চাইবেন ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরা। এফএ কাপ জিতলেও প্রিমিয়ার লিগে তাদের জায়গা হয়নি শীর্ষ চারে। ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগেও নেই তারা। এরপরও উপার্জনের দিক দিয়ে তারা ছাড়িয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে। ২০১৬ সালে ২০ বারের ইংলিশ চ্যাম্পিয়নদের আয় ছিল ৬৮৯ মিলিয়ন ইউরো। এক বছরে তাদের আয় বেড়েছে ১০০ মিলিয়ন ইউরো।
২০০৪ সালের পর দেলোয়েট ফুটবল মানি লিগের শীর্ষে উঠল ওল্ড ট্রাফোর্ডের দলটির নাম। মাঝের সময়টাতে টানা ১১ বার এই এই মুকুট ছিল রিয়াল মাদ্রিদের দখলে। ২০১৫ সালে তাদের পরেই ছিল বার্সেলোনা। বার্ষিক আয়ের দিক দিয়ে এবারো দ্বিতীয় স্থানেই আছে বার্সা (৬২২ মিলিয়ন ইউরো)। তিনে নেমে গেছে রিয়াল (৬২১ মিলিয়ন ইউরো)। প্রথমবারের মত শীর্ষ তিন দলের আয় ছাড়িয়েছে ৬০০ মিলিয়ন ইউরো।
ডেলোয়েট ফুটবল মানি লিগের শীর্ষ ১০ ক্লাব :
ক্রমিক নং ক্লাব অর্থের পরিমাণ (মিলিয়ন ইউরো)
১ ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড) ৬৮৯
২ বার্সেলোনা (স্পেন) ৬২২
৩ রিয়াল মাদ্রিদ (স্পেন) ৬২১
৪ বায়ার্ন মিউনিখ (জার্মানি) ৫৯২
৫ ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড) ৫২৪.৯
৬ পিএসজি (ফ্রান্স) ৫২৯
৭ আর্সেনাল (ইংল্যান্ড) ৪৬৮.৫
৮ চেলসি (ইংল্যান্ড) ৪৪৭.৪
৯ লিভারপুল (ইংল্যান্ড) ৪০৩.৮
১০ জুভেন্টাস (ইতালি) ৩৪১.১



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ