বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : ঘুষ-দুর্নীতি আর হয়রানি বন্ধে ছদ্মবেশে থানায় থানায় যাবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদের কাছ থেকে এমন তথ্য পেয়ে জেলার ১৬ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রসহ সব ইউনিটে সতর্কবার্তা পাঠিয়েছেন পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা।
এসপির এই বার্তা গত বুধবার সকালে ১৬ থানার ওসিকে জানিয়ে দেন অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ। ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের এসপির নির্দেশনা জানিয়ে দেয়ার জন্য ওসিদের নির্দেশ দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন দুদক কমিশনার নাসিরউদ্দীন আহমেদ।
এসময় দুদক কমিশনার বলেন, বিভিন্ন থানায় পুলিশ সাধারণ মানুষকে টাকার জন্য হয়রানি করছে বলে আমাদের কাছে অভিযোগ আছে। আমাদের টিম থানাগুলোতে যাবে। এসব দুর্নীতি-হয়রানি বন্ধ করতে হবে।
এরপর সকালে ওসিদের কাছে পাঠানো সতর্কবার্তায় বলা হয়, ছদ্মবেশে দুদকের টিম যে কোন সময় থানায় যাবে। সতর্ক থাকতে হবে। কারও কাছ থেকে টাকা নেয়া কিংবা হয়রানি করতে দেখলে তারা হাতেনাতে গ্রেফতার করবে এবং মামলা দেবে। যে কোন ধরনের অনিয়ম থেকে দূরে থাকতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।