Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাবেক দুদক কমিশনার সাহাবুদ্দীন চুপ্পুর মায়ের জানাজা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য, দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দীন চুপ্পুর মা মোছা: খায়রুন নেছার জানাজার নামাজ গতকাল বুধবার পাবনা চাপাবিবি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পুর ভাই, অত্মীয়-স্বজন, বন্ধু, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সংবাদ কর্মী, ব্যবসায়ীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি শরিক হন। উল্লেখ্য, পাবনা জুবলি ট্যাংক পাড়া এলাকার বাসিন্দা দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ও পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য সাহাবুদ্দীন চুপ্পুর মাতা ও মরহুম শরাফ উদ্দীন আনছারীর স্ত্রী মিসেস খায়েরুন নেছা গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। মরহুমা ৪ পুত্র, ৭ কন্যা, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবেক দুদক কমিশনার সাহাবুদ্দীন চুপ্পুর মায়ের জানাজা অনুষ্ঠিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ