গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারনা করার অভিযোগে দুই ভুয়া দুদক কর্মকর্তা গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ভুয়া দুদক কর্মকর্তারা হলো কাজী ওমর ফারুক (৫১) , মো. আনিছুর রহমান(৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের শুটিং ইনসিডেন্ট ইনভেস্টিগেশন টিমের টিম ইনচার্জ এসি আশরাফউল্লাহ এর নেতৃত্বে কামরাঙ্গীরচর থানার ঝাউলাহাটি খন্দকার গলি রোডের মাসুদ খলিফার বাড়ির দ্বিতীয় তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল, ২৪টি সিম, টেলিফোন নির্দেশিকা ও ফোন ডাইরেক্টরীর ১১ টি বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, তারাসহ আরো পাঁচ ছয় জন মিলে কখনো দুদকের পরিচালক, উপপরিচালক, তদন্তকারী কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিতো এই চক্রটি। প্রায় ছয় বছর ধরে এমন প্রতারণা করে আসছে তারা। অভিযানের নেতৃত্বদানকারী এসি আশরাফউল্লাহ বলেন, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারনা করে আসছে। তারা বিভিন্ন ব্যাক্তিদের টার্গেট করে প্রতারণার আশ্রয় নেয়।
এবং বিভিন্ন চাঁদা দাবী করেন। এসব চাঁদার টাকা বিকাশের মাধ্যমে নেন তারা। তার একটি সিম থেকে গত একমাসে প্রায় ১ লক্ষ দশ হাজার টাকা ক্যাশ আউট হয়েছে। তাদের গ্রেপ্তার করার সময় এমন আরো চারটা সিম উদ্ধার করা হয়। এই বিষয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।