পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
প্রেস বিজ্ঞপ্তি : সোনালী ব্যাংক লিমিটেডের চেয়্যারম্যান মো: আশরাফুল মকবুল বলেছেন, দুর্নীতি দমন কমিশনের যত্রতত্র গ্রেফতারের ফলে ব্যাংকারদের মাঝে এক ধরনের আতঙ্ক তৈরি হয়, যা সামগ্রিক ব্যাংকিং কার্যক্রমকে ব্যাহত করে। তাই তিনি দুদক কর্মকর্তাদের এবিষয়টি মাথায় রেখে তদন্ত কাজ করার জন্য আহŸান জানিয়েছেন। গতকাল তিনি ব্যাংকের স্টাফ কলেজে ১০ দিনব্যাপী “ঝঢ়বপরধষ ঈড়ঁৎংব ড়হ ইধহশরহম ভড়ৎ অহঃর-পড়ৎৎঁঢ়ঃরড়হ ঈড়সসরংংরড়হ ঙভভরপবৎং” শীর্ষক প্রশিক্ষণ কোর্স-এর সমাপণী অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে এ আহŸান জানান। ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর ওবায়েদ উল্লাহ আল মাসুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার কামরুজ্জামান চৌধুরী, ব্যাংকের স্টাফ কলেজের প্রিন্সিপাল মো: রেজাউল করিম খান। সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর ওবায়েদ উল্লাহ আল মাসুদ তার বক্তব্যে বলেন, দুদকের একার পক্ষে দুর্নীতির মূল উৎপাটন করা সম্ভব নয়, তাই সবাইকে কাজ করতে হবে। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দুদকের ১৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।