বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীতে পৃথক তিনটি ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত বলে পুলিশ দাবি করছে। এরা হলেনÑ মকবুল হোসেন (৪০), মো. সাগর (২৭), মো. সেলিম (৩০), আবুল হোসেন (৬৪), সেলিম (৩৫) ও মানিক (৩৪)।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে মকবুল হোসেনের কাছ থেকে শাটারগান ও ছয়টি গুলি উদ্ধার করে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন। পুলিশের দাবি, মকবুল তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বাসা খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায়।
একই রাতে খিলগাঁওয়ের শান্তিপুর এলাকা থেকে এক নারীকে অপহরণ ও মুক্তিপণের অভিযোগে মো. সাগর ও মো. সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে ওই নারীকেও উদ্ধার করা হয়।
এ ছাড়া শ্যামপুরে বুড়িগঙ্গা ব্রিজে সিএনজিচালিত অটোরিকশাচালকের কাছ থেকে চাঁদা আদায়কালে সেলিম, আবুল হোসেন ও মানিককে গ্রেফতার করা হয়। এসব ঘটনায় পৃথক পৃথক থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।