Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পাঁচ জেলায় আহুত ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে ৯ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছিল সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘট আহŸানকারী সংগঠনের নেতাদের সাথে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের বৈঠকের পর গতকাল (মঙ্গলবার) এ ধর্মঘট স্থগিত করার ঘোষণা দেয়া হয়।
নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মাসুদ-উল-হাসানের সভাপতিত্বে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম আঞ্চলিক কমিটি’র নেতৃবৃন্দের সাথে তাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। সভায় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের উত্থাপিত দাবি-দাওয়ার স্বপক্ষে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
তাদের উত্থাপিত দাবি-দাওয়ার বিষয়ে আগামী ২৯ জানুয়ারি সিটি মেয়র, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের সমন্বয়ে এক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। ওই সভায় এসব দাবির বিষয়ে সিদ্ধান্ত হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের পূর্বনির্ধারিত ৪৮ ঘন্টার পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।
উল্লেখ্য, একই দাবিতে গত ২৯ নভেম্বর বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। দিনভর ধর্মঘট শেষে বিকেলে প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দিলে ধর্মঘট স্থগিত করা হয়। এসব দাবি আদায়ের ব্যাপারে গত ৪ ডিসেম্বর সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও পুলিশ কমিশনার ইকবাল বাহারের উপস্থিতিতে পরিবহন শ্রমিক ও মালিক সংগঠনের নেতাদের বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ