Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নীরবে কেটে গেল বন্দে আলী মিয়ার ১১১তম জন্মবার্ষিকী

| প্রকাশের সময় : ১৮ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : নীরবে নিভৃতে কেটে গেল সৃষ্টি সাহিত্য কর্মের নিরলস কবি-সাহিত্যিক, চিত্রকর কবি বন্দে আলী মিয়ার ১১১তম জন্ম বার্ষিকী । পারিবারিকভাবে তার কবর জিয়ারত করা হয়। কোন আড়ম্বর বা অনাড়ম্বর অনুষ্ঠান ছিল না। সরকারিভাবে কোনোবারই তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা হয় না। কবি ভক্ত -অনুরাগীরা পালন করেন অনাড়ম্বরভাবে অনুষ্ঠান। এবার তেমনটাও নজরে আসেনি। কেন তিনি অবহেলিত ? শুধু শিশু সহিত্যেই নয়, তিনি ছিলেন একজন গুণী প্রভিবান মানুষ । যাকে সব্যসাচী লেখক বললে বেশী বলা হবে না। মেধাবী সাহিত্যিক, ময়নামতিচরখ্যাত কবি বন্দে আলী মিয়া কী আমাদের স্মৃতি থেকে বিস্মৃত হচ্ছেন ? কবি ভক্ত অনুরাগীরা কোন মতে পালন করেছেন তাঁর জন্ম বার্ষিকী। মিলাদ-মাহফিল ও আলোচনা। খুব বেশী কিছু নয়। তবুও তো আত্মীয়-পরিজন এবং কয়েকজন কবি বন্দে আলী মিয়া অনুরাগী একত্রিত হয়ে ছিলেন রাধানগর মহল্লায় কবিকুঞ্জের কাছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীরব

৫ ফেব্রুয়ারি, ২০২৩
৬ মার্চ, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ