Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেড কোচ ছাড়াই কন্ডিশনিং ক্যাম্প

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : হেড কোচ ছাড়াই আগামী শুক্রবার জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে এই ক্যাম্প। চলবে ৮ ফেব্রæয়ারি পর্যন্ত। গেল মৌসুমে জাতীয়দল বা ক্লাব ফুটবলে ভালো করেছেন এমন ৪০ জন ফুটবলারকে ডাকা হবে ক্যাম্পে। গতকাল বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে কমিটির চেয়ারম্যান ও বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি বলেন, ‘শুক্রবার ক্যাম্প শুরু হলেও আগের দিন খেলোয়াড়রা রিপোর্ট করবেন। কমিটির দুই সদস্য সত্যজিৎ দাস রুপু ও আমিরুল ইসলাম বাবুসহ বাফুফের যে টেকনিক্যাল স্টাফ আছে তাদের দায়িত্ব দিয়েছি দু’দিনের মধ্যে ফুটবলারদের তালিকা তৈরি করতে। ক্যাম্পের খেলোয়াড় সংখ্যা হবে ৩০-এর অধিক। এবার আমাদের ব্যবস্থাপনা একটু পৃথক হচ্ছে। শুরু হওয়া ক্যাম্প চলবে ১৯ দিন। ক্লাবগুলোর সুবিধা করে দিতেই আমরা স্বল্প সময়ের ক্যাম্প করছি। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে খেলার প্রস্তুতি নিতে ক্লাবগুলো যাতে সময় পায় সেজন্যই এ ব্যবস্থা।’ সভায় সিন্ধান্ত হয় যে, ক্যাম্পে সহকারী কোচের দায়িত্বে থাকবেন সৈয়দ গোলাম জিলানী, কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ফিটনেস কোচ জন হুইটেল ও গোলরক্ষক কোচ রায়ান ডেভিড সেন্টফোর্ড এবং সার্বিক তত্ত¡াবধানে থাকবেন বাফুফের টেকনিক্যাল এন্ড স্ট্র্যাটেজিক ডাইরেক্টর পল স্মলি। এছাড়া আরও জাতীয় ফুটবল দলের ম্যানেজার হিসেবে থাকবেন সত্যজিৎ দাশ রুপু ও টিম অফিসিয়াল আমিরুল ইসলাম বাবু। তবে এতোকিছু সিদ্ধান্ত হলেও দলের হেড কোচ নিয়োগের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি। জানা গেছে, ক’দিন ধরে জাতীয় ফুটবল দলের নতুন কোচের তালিকায় সাবেক কোচ অস্ট্রিয়ান জর্জ কোটানের নাম থাকলেও তাকে নাকি এখনই পাচ্ছে না বাফুফে। তিনি সহসাই দলের দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়েছেন। কোটান কিছু শর্ত দিয়েছেন বাফুফেকে। তাদেরও কিছু চাওয়া আছে কোটানের কাছে। তাই আপাতত বিদেশি কোচের জন্য আরো অপেক্ষায় থাকতে হবে ফুটবলারদের। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, আগামী মার্চে নির্ধারিত বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আগেই জানা যাবে নতুন বিদেশি হেড কোচের নাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেড

১৮ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ