বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুর মেঘনা নদীতে এমভি ফারুক নামে পণ্যবোঝাই একটি বাল্কহেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল শনিবার মেঘনা নদীর সবুজ বয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় বাল্কহেডের স্টাফরা জাতীয় জরুরি ৯৯৯ নম্বরে কল দিলে মুহূর্তেই ঘটনাস্থলে পৌঁছে যায় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যরা। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। ক্ষতিগ্রস্ত বাল্কহেডের মাস্টার মো. সোহাগ জানান, বরিশাল থেকে বিভিন্ন পণ্যের কাগজের তৈরি কার্টন নিয়ে এমভি ফারুক নামে বাল্কহেডটি মুন্সিগঞ্জ যাচ্ছিল। এরইমধ্যে এটি চাঁদপুর মেঘনা নদীর সবুজ বয়া এলাকা অতিক্রম করার সময় কার্টুনে আগুন লেগে যায়। এসময় কোনো উপায় না পেয়ে তিনি ৯৯৯ নম্বরে কল দেন।
খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ জাহাজ ও কোস্টগার্ডের কয়েকটি স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তাদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। চাঁদপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রচুর পরিমাণ কার্টুন পুড়ে গেলেও বাল্কহেডের ইঞ্জিনের কোনো ক্ষতি হয়নি। তাছাড়া স্টাফরাও অক্ষত ছিলেন। এসময় ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড যৌথভাবে কাজ করে মাত্র এক ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।