Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেডডুবি, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১০:৫৩ এএম

মুন্সীগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডের দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবার (২৬ মার্চ) ভোর পৌনে ছয়টার দিকে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যাক্তিরা হলেন, বাল্কহেড শ্রমিক মো. শরিফুল ইসলাম(২৫), মো. নুর ইসলাম (৪৮)। তাদের দুজনের বাড়ি পাবনায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ৭ হাজার বস্তা সিমেন্ট নিয়ে একটি বাল্কহেড মুন্সীগঞ্জের ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি এলাকা থেকে পাবনা-নগরবাড়ী দিকে যাচ্ছিল। সিমেন্ট বোঝাই বাল্কহেড মুন্সীগঞ্জে লঞ্চ ঘাট এলাকার কাছাকাছি আসলে ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চ এমভি জাহিদ-৩ বাল্কহেডের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই ডুবে যায় বাল্কহেডটি।

বাল্কহেডে থাকা শ্রমিক জুয়েল রানা জানান, তিনিসহ পাঁচজন শ্রমিক ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তারা তিনজন উদ্ধার হন। তবে এখনও তাদের দুই সহকর্মী শরিফুল ও নুর ইসলাম নিখোঁজ রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ