পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলশানে লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে সাদা পোশাকে তুলে নেয়ার অভিযোগ ওঠেছে। অভিযোগে বলা হয়েছে- তাকে স্কুলের অফিস থেকে তুলে নিয়েছে একদল লোক। তবে কি কারণে কে বা কারা তাকে তুলে নিয়েছে, এ ব্যাপারে কিছুই জানায়নি স্কুলের শিক্ষক-কর্মচারীরা।
গতকাল শনিবার বিকেল ৪টার দিকে সাদা পোশাকে সাত থেকে আটজন লোক এসে গুলশানের অফিস থেকে মতিনকে তুলে নিয়ে যায় বলে থানায় অভিযোগ করা হয়েছে।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া বলেন, ওই স্কুলের একজন কর্মকর্তা খালেদ মতিনকে ‘তুলে নেয়ার’ বিষয়টি জানিয়েছেন। শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে স্কুলের পক্ষ থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ করা হয়নি।
তার সন্ধান বের করতে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে পরিদর্শক সালাউদ্দিন জানিয়েছেন। তবে কারা তুলে নিয়েছে বিষয়টি নিশ্চিত করতে পারেননি মতিনের অফিসের লোকজন।
এর আগে, জঙ্গি কার্যক্রমে পৃষ্ঠপোষকতা ও ধর্মীয় উগ্রবাদে উৎসাহ দেয়ার অভিযোগে গত নভেম্বরে এই স্কুল বন্ধ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। পরে ঢাকার বিভাগীয় কমিশনারকে সভাপতি করে এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নিয়ে পরিচালনা পর্ষদ করে স্কুলটি চালুর নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।