Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেডিংলিতে বৃষ্টির বাগড়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৮, ১২:০০ এএম

বৃষ্টির কারণে দেরিতে শুরু হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে চলমান হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনের খেলা। প্রথম সেশনের পুরোটাই ভেসে যাওয়ার পর ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের করা ১৭৪ রান শোধ করে দিয়েছে স্বাগতিকরা; হাতে তখন ছিল ৭ উইকেট।
২ উইকেটে ১০৬ রান নিয়ে দিন শুরু করে ইংলিশরা। ২৯ রানে অপরাজিত ছিলেন জো রুট। দিনের ষষ্ঠ ওভারে ব্যাক্তিগত ৪৫ রানে মোহাম্মাদ আমিরের বলে উইকেটের পিছনে ধরা পড়েন দলীয় অধিনায়ক। তবে আরেক অপরাজিত ডমিনিখ বেস ব্যাট করছেন ডেভিড মালানের সঙ্গে। আমির-আব্বাস-আলীদের বোলিংয়ের সামনে দাঁতে দাঁত চেপে ক্রিজে পড়ে আছেন বেস (৩২*) ও মালান (১১*)। এই রিপোর্ট লেখার সময় স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১৭৪ রান। দিনের খেলা তখনও ৪২ ওভার বাকি।
আগের দিন নিজেদের প্রথম ইনিংসে অ্যান্ডারসন-ব্রড-ওকস ত্রয়ীর বোলিং তান্ডবে মাত্র ১৭৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দুই টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে সরফরাজ আহমেদের দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেডিংলিতে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ