Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারত সফরে ‘তরুণ’ অস্ট্রেলিয়া

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সঙ্গে সিরিজটি খেলেই ৪টি টেস্ট খেলতে ভারতে পাড়ি জমাবে অস্ট্রেলিয়া। যার প্রথমটি আগামী ২৩ ফেব্রæয়ারি শুরু হবে পুনেতে। তবে এই সিরিজের সূচি নিয়ে আগে থেকেই নিজেদের অস্বস্তির কথা জানিয়ে আসছিলেন দলটির সিনিয়র ক্রিকেটাররা। তারই জের ধরে কিনা, অনেকটা আনকোড়া দল নিয়ে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। দলে আছে মাত্র তিন বিশেষজ্ঞ পেসার- মিচেল স্টার্ক ও জশ হেইজেলউডের সঙ্গে আছেন জ্যাকসন বার্ড। দলে বিশেষজ্ঞ উইকেটরক্ষক ম্যাথু ওয়েড। ডাক পাননি পিটার নেভিল। ১৬ সদস্যের দলে আছেন দুই বিশেষজ্ঞ স্পিনার নাথান লায়ন ও স্টিভেন ও’কাফে। সঙ্গে ২৩ বছর বয়সী সয়েসপন, ম্যাক্সওয়েল ও অ্যাগার থাকায় স্পিনে পাঁচটি বিকল্প থাকবে অধিনায়ক স্টিভেন স্মিথের হাতে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন মিচেল সয়েপসন। তবে আশার কতা হচ্ছে, এই সফরের জন্য টেস্ট দলে ফিরেছেন গেøন ম্যাক্সওয়েল, শন মার্শ, মিচেল মার্শ ও অ্যাশটন অ্যাগার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ