Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের স্বপ্নও দেখছে বাংলাদেশ

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : টেস্টে ৫’শ রানের ইনিংসের ম্যাচে একটিতেই শুধু হেরেছে বাংলাদেশ। অন্য ৪টির মধ্যে জয় ১টিতে,অন্য তিনটি ড্র’। ওয়েলিংটনে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ( ৫৯৫/৮ ডি.) ইনিংসের ম্যাচের গতিপথ তৃতীয় দিন শেষে এমন এক জায়গায় দাঁড়িয়ে,যেখানে অন্তত: ড্র’র সম্ভাবনা দেখতেই পারে বাংলাদেশ দল। তবে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের চেয়ে ৩০৩ রানে এগিয়ে থেকে জয়ের স্বপ্নও দেখছে বাংলাদেশ দল। গতকাল বল হাতে সফল ( ২/৫৩) পেস বোলার কামরুল ইসলাম রাব্বী সে লক্ষ্যের কথাই শুনিয়েছেনÑ ‘সব দলই চায় জিততে। আমাদেরও জয়ের জন্য চেষ্টা থাকবে। মনে হচ্ছে,এই ম্যাচে ফল আসবে। আমাদের পরিকল্পনা এখন একটাই, যতো তাড়াতাড়ি সম্ভব ওদের উইকেটগুলো ফেলে দেয়া। ’
রান পাহাড়ে চাপা দিয়ে নিউজিল্যান্ড ব্যাটসম্যানদের হতোদ্যম করা যায়নি। তৃতীয় দিনে ওভারপ্রতি ৩.৭৯ হারে রান করেছে স্বাগতিক দল। টপ অর্ডারদের ব্যাটিংয়ে তৃতীয় দিন শেষে স্বাগতিক দলের স্কোর ২৯২/৩। তিনটি ক্যাচ ড্রপ এবং একটি স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া না হলে দিনটিতে নিউজিল্যান্ডকে আরো চেপে ধরতে পারতো বাংলাদেশ দল। তারপরও তৃতীয় দিনের পারফরমেন্সে সন্তুস্ট কামরুল ইসলাম রাব্বীÑ‘ আজকের ( গতকাল) দিনটা খারাপ যায়নি। আমাদের বিশ্বাস, এভাবে খেলতে পারলে ভালো কিছু হবে। ধৈর্য ধরে বোলিং করতে পারলে ভালো কিছু করতে পারবো।’
প্রথম শ্রেনীর ম্যাচের অভিজ্ঞতা যেখানে রাব্বীর ৪৯টি,শুভাশিষের ৫১টি সেখানে তাসকিনের মাত্র ১০টি। প্রথম শ্রেনীর ম্যাচের বাইরে চার বছর কাটানো তাসকিন টেস্ট অভিষেকে কেন উইলিয়ামসকে করেছেন শিকার। তার বোলিংটা দারুন উপভোগ করেছেন রাব্বীÑ‘ প্রথম শ্রেণির ক্রিকেট, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তাসকিনের সঙ্গে খেলেছি। তাছাড়া ও তো অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তাই আমার কাছে মনে হচ্ছিল, তাসকিন আমার চেয়ে বেশি অভিজ্ঞ। সে আমার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে। শুভাশীষও অনেক ভালো খেলে এখানে এসেছে। ’
এক সঙ্গে তিন পেসারকে নিয়ে টেস্ট খেলার সঙ্গে এই প্রথম অভিজ্ঞতা রাব্বীর। তবে নুতন এই অভিজ্ঞতা উপভোগ করেছেন বলে তৃতীয় দিনের খেলা শেষে জানিয়েছেন রাব্বীÑ‘ কখন কি করতে হবে, সিনিয়ররা তা সারাক্ষন বলেছেন। ওনাদের কথামতো আমরা ভালো জায়গায় বল করছি বলেই ওদের তিনটা উইকেট পড়েছে। বেশ কিছু সুযোগও এসেছিল। ঢাকার উইকেট আর এখানকার উইকেটের মধ্যে পার্থক্য আছে। ঢাকার উইকেট স্পিনিং, আর এখানে পেয়েছি স্পোর্টিং উইকেট। বাউন্স আর বাতাস এখানে বেশি। আমরা তিনজন পেসার শেখার মধ্যে আছি।’ স্পোর্টিং উইকেটে বোলিং রেসিপিটা জানেন রাব্বী। আজ সেই রেসিপি প্রয়োগ করতে চান তিনিÑ‘ এটা স্পোর্টিং উইকেট। আমি যদি ভালো জায়গায় বল করতে পারি তাহলে ব্যাটসম্যানরা অবশ্যই ঝামেলায় পড়বে। বাজে বল করলে রক্ষা নেই। তাই এ ধরনের উইকেটে অনেক বেশি ধৈর্য ধরে এক জায়গায় বল করতে হবে।’
আঙুলের চোটে কিপিংয়ে অনুপস্থিত মুশফিক
বিশেষ সংবাদদাতা : দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় পেয়েছিলেন চোট মুশফিকুর রহিম। অ ডান হাতের বুড়ো আঙুল ও বাঁ হাতের তর্জনীতে চোটটা এতোটাই ছিল যে, গতকাল কিপিং গøাভস হাতে পরে উইকেট কিপিং করতে পারেননি মুশফিক। আজও কিপিং করতে পারবেন না তিনি। ফোলা ও ব্যথা থাকায় তৃতীয় দিন সকালে হাতে এক্সরে হয়েছে তার। তবে তেমন দুঃসংবাদ নয়। এক্সরে রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। আপাতত ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে থাকবেন তিনি। তবে প্রয়োজনে তৃতীয় ইনিংসে ব্যাটিংয়ে ঝুঁকি নিতে পারবেন তিনিÑ এমনটাই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তার অনুপস্থিতিতে কিপিং করেন ইমরুল কায়েস। দুটি ক্যাচও নিয়েছেন এই মেকশিপ্ট উইকেট কিপার। এটাই তার টেস্টে প্রথম উইকেট কিপিং নয়Ñ ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে খুলনা টেস্টেও মুশফিক আঙুলের চোটে মাঠের বাইরে যাওয়ায় ১২০ ওভার কিপিং করেছিলেন ইমরুল কায়েস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ