Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র‌্যাংকিং টিটি’তে হৃদয়-সোমা সেরা

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ক্রিডেন্স কাপ প্রাইজমানি ওপেন র‌্যাংকিং টেবিল টেনিস (টিটি) টুর্নামেন্টের পুরুষ ও মহিলা এককে সেরা হয়েছেন হৃদয় এবং সোমা। গতকাল শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের ফাইনালে আনসারের হৃদয় ৪-৩ গেমে সেনাবাহিনীর মাহবুবকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। অন্যদিকে মহিলা এককের গ্রæপ চ্যাম্পিয়ন রাহিমা, রুমি, মৌ ও সোমার মধ্যকার লিগ ভিত্তিতে অনুষ্ঠিত খেলায় সোমা তিন ম্যাচের সবক’টিতে জিতে ছয় পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন। দু’ম্যাচে জিতে পাঁচ পয়েন্ট পেয়ে রানারআপ হন রুমি। পুরুষ এককে চ্যাম্পিয়ন, রানারআপ, তৃতীয় ও চতুর্থস্থান অর্জনকারীদের যথাক্রমে ২০, ১৫, ১০ ও সাত হাজার টাকা করে প্রাইজমানি দেয়া হয়। অন্যদিকে মহিলা এককের চ্যাম্পিয়ন, রানারআপ, তৃতীয় ও চতুর্থস্থান অর্জনকারীরা পান যথাক্রমে ১৫, ১০, ৭ ও পাঁচ হাজার টাকা করে প্রাইজমানি। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর। এসময় টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম ও মুনিরা মোর্শেদ হেলেন এবং সাধারণ সম্পাদক খোন্দকার হাসান মুনীর উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেরা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ