Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাষী নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ও একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হল। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে গত বৃহস্পতিবার এফডিসির জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। স¥রণসভায় চাষী নজরুল ইসলামকে নিয়ে স্মৃতি চারণা করেন চলচ্চিত্রকার আমজাদ হোসেন, মসিহউদ্দিন শাকের, অভিনেত্রী কবরী, প্রযোজক একেএম জাহাঙ্গীর খান, শিল্পী সমিতির সভাপতি শাকিব, পরিচালক কাজী কামাল, নজমুল হুদা মিন্টু, অহিদুজ্জামান ডায়মন্ড প্রমুখ। বক্তারা চাষীর কর্মকে ধরে রাখার আহŸান জানান। এদেশে সাহিত্যধর্মী ও মুক্তিযুদ্ধভিক্তিক চলচ্চিত্র নির্মাণে তার অগ্রণী ভূমিকা ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি মুশফিকুর রহমান গুলজার। উপস্থাপনা করেন সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। অনুষ্ঠানে পরিচালক চাষী নজরুল ইসলামের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। প্রামাণ্যচিত্রে চাষী নজরুল ইসলামের শৈশব কৈশোর ও কর্মজীবনের নানা দিক উঠে এসেছে। উল্লেখ্য, ২০১৪ সালের ১১ জানুয়ারি পরিচালক চাষী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাষী

২ নভেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ