Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চাষী নজরুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২১, ১২:০৩ এএম

দেশবরেণ্য নির্মাতা মরহুম চাষী নজরুল ইসলামের স্ত্রী ও লেখিকা জ্যোৎস্না কাজী আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। গত মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জ্যোৎস্না কাজীর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, কিংবদন্তী নির্মাতা চাষী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেন ২০১৫ সালের ১১ জানুয়ারি। মৃত্যুর পর তার জীবন নিয়ে ‘টাটানগর থেকে বিএফডিসি নামের একটি বই লিখেছিলেন জ্যোৎস্না কাজী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাষী নজরুল ইসলামের স্ত্রীর ইন্তেকাল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ