রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নীলফামারী জেলা সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর গ্রামের তিন কৃষকের আগাম আলুর ক্ষেত রাতের আঁধারে হাল চাষ করে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। ধার দেনা করে লাগানো আলুর ক্ষেত নষ্ট হওয়ায় ওই তিন কৃষক এখন দিশেহারা হয়ে পড়েছেন। জানা গেছে, উপজেলার পানিয়াল পুকুর গ্রামের কৃষক মাতনুর রহমান, নূর হক ও আনারুল ইসলাম পৈত্রিক সূত্রে পাওয়া ১ একর ২০ শতাংশ জমিতে এবার আগাম আলু লাগান। বাজারে ভালো দাম পাওয়ার আশায় তারা ধার-দেনা করে এই আলুর চাষ করেন। লাগানো আলুর বীজ থেকে চারাও বের হয়ে বেড়ে উঠতে থাকে। আর কিছুদিনের মধ্যে ক্ষেত থেকে আলু তুলে বাজারে বিক্রি করার আশায় বুক বেঁধে ছিল কৃষকরা। কিন্তু গত রোববার রাতে দুর্বৃত্তরা আলুর ক্ষেতে হাল চাষ দিয়ে পুরো ক্ষেত নষ্ট করে দেন। গত সোমবার সকালে ক্ষেত পরিচর্যা করতে গিয়ে আলুর ক্ষেত দেখে মাথায় বাজ ভেঙে পড়ে কৃষকদের। ক্ষতিগ্রস্ত কৃষক মাতনুর ও আনারুল ইসলাম জানায়, পৈত্রিক সূত্রে পাওয়া আলু লাগানো জমি একই এলাকার রাজিউল ইসলাম দাবি করে আসছেন। কিন্তু সে দাবির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সে-ই রাতের আঁধারে তাদের আলু ক্ষেত নষ্ট করেছে বলে তাদের ধারণা। এ ব্যাপাারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বজলুর রশীদ জানান, ক্ষতিগ্রস্ত কৃষকরা থানায় অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।