Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এত বড় জুটির কথা ভাবেননি মুশফিক

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : গল টেস্টে নিজের একমাত্র ডাবল সেঞ্চুরির ইনিংসে আশরাফুলকে নিয়ে ২৬৭ রানের পার্টনারশিপে লঙ্কানদের দর্প করেছিলেন চূর্ণ মুশফিক। গতকাল ওয়েলিংটনে সাকিবকে নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ ৩৫৯ রানের পাটর্নারশিপে রেখেছেন অবদান বাংলাদেশ টেস্ট অধিনায়ক। এই এক পার্টনারশিপেই চ্যাপ্টা নিউজিল্যান্ড। তবে পার্টনারশিপটা যে এতো বড় হবে; তা নাকি ভাবেননি মুশফিক নিজেওÑ‘আমরা একটি বড় জুটি গড়তে চেয়েছিলাম। কিন্তু জুটি যে এত বড় হয়ে যাবে তা ভাবিনি। আগের দিন তামীম, মুমিনুল আমাদের লড়াইয়ের ভিত গড়ে দিয়েছে, সেই ভিতের ওপর দাঁড়িয়েই আমরা সবকিছু করেছি। ধরে নিয়েছিলাম মুমিনুল বেশ কিছু সময় ক্রিজে থাকবে। মুমিনুল বেরিয়ে যাওয়ার সময় বলে গেছে ভাই উইকেটে রান আছে। ঠিকমতো যদি খেলতে পারেন তাহলে রান পাবেন। সে কারণে তার পরামর্শ মেনে উইকেটে এসে আমি বেশ কিছু সময় উইকেট বোঝার চেষ্টা করেছি। তাতে সাফল্যও পেয়েছি।’
প্রাপ্ত সুযোগ সদ্বব্যবহারে সাকিবকে নিয়ে পরিকল্পিত ব্যাটিং করেছেন বলে জানিয়েছেন মুশফিকুর রহিমÑ ‘ঠিক করেছিলাম আমরা স্বাভাবি ব্যাটিং করবো। লক্ষ্য ছিল একটা পার্টনারশিপ যাতে হয়। কিন্তু পার্টনারশিপটা এত বড় হবে তা হয়তো ভাবিনি। লাঞ্চ ব্রেকের সময়ে আমাদেরকে বলা হয়েছে এ ধরনের সুযোগ বারবার আসে না। তাই এটাকে যতটা পারো বড় করো। আমরা চাচ্ছিলাম যতটা সম্ভব বড় রান করা যায়।’ সাকিবের পরামর্শও কাজে লেগেছে বলে জানিয়েছেন মুশফিকÑ ‘আমি ক্রিজে যাওয়ার পর সাকিব বলেছে, ভাই উইকেট খুব ভালো। যারা একটু আক্রমণাত্মক ব্যাটিং করে, তাদের সঙ্গে খেলতে পছন্দ করি। সাকিবের সাথে ব্যাটিং করতে তাই পছন্দ করি। সেই অনূর্ধ্ব-১৯ দল থেকে আমরা এক সঙ্গে খেলছি। ওর সাথে আমার কয়েকটা বড় জুটি আছে।’
সুবিধাজনক অবস্থায় দাঁড়িয়েও সাবধানে অবশিষ্ট তিন দিন পাড়ি দেয়ার কথা ভাবছেন মুশফিকÑ‘আমরা এই দু’দিনের খেলায় সুখী। কিন্তু টেস্টের আরও তিন দিন আছে। শনিবারের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ। যদি আরও পঞ্চাশটা রান পাই তাহলে এবং যদি দ্রæত ক’টি উইকেট নিতে পারি তাদের বেশ চাপে ফেলতে পারব। কারণ রেজাল্ট অনেক কিছু হতে পারে। এই রেজাল্টটা যদি আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তখন নিশ্চয়ই আরও ভালো লাগবে। এটার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করবো।’
বাংলাদেশের সর্বোচ্চ দলীয়
স্কোর ওভার ইনিংস প্রতিপক্ষ ভেন্যু সাল
৬৩৮ ১৯৬.০ ২য় শ্রীলঙ্কা গল ৮ মার্চ ২০১৩
৫৫৬ ১৪৮.৩ ২য় উইন্ডিজ ঢাকা ১৩ নভে.২০১২
৫৫৫/৬ ১৩৬.০ ৩য় পাকিস্তান খুলনা ২৮ এপ্রিল ২০১৫
৫৪২/৭* ১৩৬.০ ১ম নিউজিল্যান্ড ওয়েলিংটন ১২ জানু.২০১৭
৫০৩ ১৫৩.৪ ১ম জিম্বাবুয়ে চট্টগ্রাম ১২ নভে.২০১৪
*তখনও ইনিংসটি চলছিল
বাংলাদেশের সেরা জুটি
জুটি উইকেট রান ইনিংস প্রতিপক্ষ ভেন্যু সাল
মুশফিক-সাকিব ৫ম ৩৫৯ ১ম নিউজিল্যান্ড ওয়েলিংটন ১২ জানু.২০১৭
ইমরুল-তামীম ১ম ৩১২ ৩য় পাকিস্তান খুলনা ২৮ এপ্রিল ২০১৫
আশরাফুল-মুশফিক ৫ম ২৬৭ ২য় শ্রীলঙ্কা গল ৮ মার্চ ২০১৩
ইমরুল-শামসুর ২য় ২৩২ ২য় শ্রীলঙ্কা চট্টগ্রাম ৪ ফেব্রæ.২০১৪
ইমরুল-তামীম ১ম ২২৪ ১ম জিম্বাবুয়ে চট্টগ্রাম ১২ নভে.২০১৪

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এত

২৮ অক্টোবর, ২০২২
২ অক্টোবর, ২০২২
২৫ জুলাই, ২০২২
১২ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ