Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোমালী শরণার্থীকে মন্ত্রী করলেন ট্রুডো

| প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার মন্ত্রিসভা পুনর্গঠন করেছেন এবং সাবে সোমালীয় শরণার্থী আহমেদ হুসেনকে অভিবাসন মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন। হুসেন প্রথম সোমালী-কানাডীয় যিনি ২০১৫ সালে সোমালী পার্লামেন্টে ভোটের মাধ্যমে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। তিনি ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রতিনিধিত্ব করেন। এর আগে তিনি বিচার ও মানবাধিকার সংক্রান্ত কমিটিতে কাজ করেছেন। এ ছাড়াও হুসেন কানাডা-আফ্রিকা পার্লামেন্টারি কমিটিতেও কাজ করেছেন। আইনজীবী, ফৌজদারি মামলা পরিচালনা এবং অভিবাসী ও শরণার্থী বিষয়ক আইনে অভিজ্ঞতা থাকার কারণে এ মন্ত্রণালয়টিতে হুসেনকে প্রাধান্য দেন ট্রুডো। তিনি গ্লোবার এনরিচমেন্ট ফাউন্ডেশনের হয়েও কাজ করেছেন এবং এখানে তার অবদানের কারণেই আজ আফ্রিকার নারীরা বিশ^বিদ্যালয় ও কলেজে পড়তে পারছে। সমাজকর্মী ও আইনজীবী হুসেন ১৯৯৩ সালে কানাডা যান। তখন তার বয়স ছিল ১৬ বছর। তিনি তার বাড়ি সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে পালিয়ে গিয়েছিলেন। মিড্লইস্ট মনিটর।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণার্থী


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ