Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণার্থী অর্ধকোটি ছাড়িয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১২:৩০ এএম

রাশিয়ার আগ্রাসনের পর প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়ে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে বলে বুধবার জানায় জাতিসংঘ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই ইউরোপে সব থেকে বড় শরণার্থী সংকট। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। প্রায় আট সপ্তাহের এই যুদ্ধে বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ৭০ লাখের বেশি মানুষ ইউক্রেনের ভেতরেই উদ্বাস্তু হয়ে আছে। আর জাতিসংঘের হিসাব অনুযায়ী বুধবার পর্যন্ত ৫০ লাখ ৩০ হাজার মানুষ ইউক্রেইন ছেড়ে অন্য কোনো দেশে আশ্রয় নিয়েছে। যাদের বেশিরভাগই পোল্যান্ড, সেøাভাকিয়া, হাঙ্গেরি এবং রোমানিয়ায় আশ্রয় নিয়েছে। ওই সব দেশের সরকার এবং স্বেচ্ছাসেবীরা বিশেষ করে নারী ও শিশুদের খাবার, নিরাপদ আশ্রয় এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করছে। ইউক্রেনে দাতব্য কাজে নিয়োজিত প্রাগ ভিত্তিক সংগঠন ‘পিপুল ইন নিড’ এর মাইগ্রেশন প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইয়াকুব আন্দ্রেলে বলেন, ‘‘সেন্ট্রাল ইউরোপের শরণার্থীর সংখ্যার দিকে তাকান, সংখ্যাটি নজিরবিহীন। “একইসাথে এটাও মনে রাখতে হবে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির উপর নির্ভর করে এই সংখ্যা দিন দিন আরো দ্রুত বাড়তে পারে।” ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া অর্ধেকের বেশি শরণার্থী পোল্যান্ড সীমান্ত দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রবেশ করেছে। তাদের অনেকের সেখানে পরিবার বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে আপাতত বসবাসের ব্যবস্থা হয়েছে। কিন্তু এখন দীর্ঘমেয়াদে তাদের কোথায় রাখা যায় সে বিষয়ে অধিক গুরুত্ব দিতে হচ্ছে বলে জানান পিপুলস ইন নিড এর আরেক কর্মকর্তা ক্যাটারিনা। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণার্থী অর্ধকোটি ছাড়িয়েছে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ