মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সিরিয়া উপকূলে শরণার্থীবাহী একটি নৌকাডুবিতে অন্তত ৭৩ জন নিহত হয়েছে। এসব শরণার্থী এ সপ্তাহের শুরুর দিকে লেবানন থেকে নৌকায় উঠেছিল। শুক্রবার অনুসন্ধান অভিযান চলার মধ্যে একথা জানিয়েছেন লেবাননের পরিবহনমন্ত্রী। লেবানন থেকে যাত্রা করা শরণার্থীদের সবচেয়ে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা এটি। লেবাননে অর্থনৈতিক সংকট থেকে বাঁচতে মরিয়া মানুষেরা প্রায়ই ইউরোপে পাড়ি জমানোর আশায় বিপদশঙ্কুল এবং মানুষের ভিড়ে উপচে পড়া নৌকায় করে গন্তব্যে রওনা হয়। সিরিয়া কর্তৃপক্ষ বৃহস্পতিবার বিকাল থেকে তারতাস উপকূলে মৃতদেহের খোঁজ শুরু করেছে। জীবতের উদ্ধৃতি দিয়ে সিরিয়ার পরিবহন মন্ত্রণলায় জানিয়েছে, গত মঙ্গলবার ১২০ থেকে ১৫০ জন আরোহী নিয়ে লেবাননের উত্তরাঞ্চলীয় মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি রওনা দিয়ে ইউরোপে যাচ্ছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।