Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদী পৌর মেয়রের সাথে শিল্প ও বণিক সমিতির মতবিনিময়

| প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরদী (উপজেলা) সংবাদদাতা : ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সাথে মতবিনিময় করলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল রোববার সকালে পৌর সম্মেলন কক্ষে ঈশ্বরদী বাজারের নানাবিধ সমস্যা নিরসনকল্পে ও উন্নয়নমূলক কাজের দাবি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর সভাপতিত্বে ঈশ্বরদী বাজারের নানাবিধ সমস্যা নিরসনকল্পে ও উন্নয়নমূলক কাজের দাবি নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি ইউনুস আলী মিন্টু, নির্বাহী সদস্য কে এম আবুল বাসার, আনোয়ার হোসেন জনি, সিরাজুল ইসলাম কহিনুর, আবদুল আওয়াল পলাশ, সাঈফ হাসান সেলিম, আবদুুল আজিজ, নুর হোসেন নুরু, সেলিম আহমেদ, আবুল কালাম আজাদ, জামাল হোসেন মাহিনুর, শরীফ উদ্দিন ও সমিতির সচিব হাসান বেনজীর রহমান। বণিক সমিতির নেতৃবৃন্দ ঈশ্বরদী বাজারের নিরাপত্তার জন্য ১৫টি কেচিগেট, টয়লেট, প্রস্রাবখানা, রাস্তা, ড্রেন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও পানিবদ্ধতা নিরসনের জন্য মেয়রের কার্যালয়ে মতবিনিময় করেন। বক্তারা বলেন, ব্যবসায়ীদের সাথে পৌরসভা নিবিড়ভাবে জড়িত এবং সু-সম্পর্ক দীর্ঘ দিনের। প্রতি বছর বাজারের ব্যবসায়ীরা পৌরসভাকে হোল্ডিং ট্যাক্স ও ট্রেডলাইন্সের ফিস প্রদান করে থাকেন। ব্যবসায়ীরা মেয়রকে তাদের অভিভাবক মনে করেন। মেয়র মিন্টু বলেন, বাজার হচ্ছে শহরের মুখমÐল, তাই আমি বাজারকে সুন্দরভাবে সাজাতে চাই। বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা ও ক্রেতাদের স্বাচ্ছন্দে চলাচলের জন্য আপনাদের দাবিগুলো যুক্তিযুক্ত। আপনাদের দাবির সাথে আমি একমত পোষণ করছি। আপনাদের দাবির কাজগুলো করার স্বদিচ্ছা আমার রয়েছে। আপনাদের দাবিগুলো শুনে এখনই কাজ শুরু করতে ইচ্ছে হচ্ছে। কিন্তু পৌর এলাকার চলমান উন্নয়ন এবং অর্থ না থাকায় সম্ভব হচ্ছে না। বাজারের সৌন্দর্য বৃদ্ধি হলে ক্রেতা চলাচলে স্বাচ্ছন্দবোধ করবে এবং বাবসায়ীদের ব্যবসা প্রসারিত হবে। ব্যবসায়ীদের প্রতি আমার দুর্বলতা রয়েছে। বাজারের নিরাপত্তার জন্য কেচিগেট নির্মাণের কাজ শুরু হবে, বাকি কাজগুলো পর্যায়ক্রমে হতে থাকবে। বণিক সমিতির ভবনের প্রয়োজন রয়েছে। আমি এটা নিয়ে ভাবছি, অচিরেই সমাধান হয়ে যাবে। বাজারের উন্নয়নে জন্য আমার সহযোগিতা অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশ্বরদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ