Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে বছরব্যাপী ফল উৎপাদনের প্রশিক্ষণ

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা : ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুরে হর্টিকালচার সেন্টার ঈশ্বরদীর আয়োজনে ও নুরুন্নহার কৃষি খামারের সহযোগিতায় ৬০ জন নারী-পুরুষ কৃষকদের নিয়ে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টির উন্নয়ন ও বসতবাড়িতে ফল উৎপাদন প্রযুক্তি এবং পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যবহার প্রকল্পের প্রশিক্ষণ গতকাল সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রশিক্ষক ছিলেন, উপ-পরিচালক হর্টিকালচার সেন্টার টেবুনিয়া, পাবনা মো: আজাহার আলী। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক ও জয় বাংলা নারী উন্নয়ন মহিলা সমবায় সমিতির সভাপতি নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ রওশন জামাল, উদ্যান তত্ত¡বিদ হর্টিকালচার ঈশ্বরদী মো: হোসেন শহীদ সরোওয়ার্দী ও সাংবাদিক মো: শফিউল আলম দুলাল, আরও উপস্থিত ছিলেন কৃষক রবিউল ইসলাম রবি বিশ্বাস। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপ-সহকারী উদ্যান কর্মকর্তা হর্টিকালচার ঈশ্বরদী মো: শহিদুল ইসলাম। বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকদের উন্নয়নের জন্য এই সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, কৃষকদের প্রক্ষিণের ব্যবস্থা করেছেন। দেশকে এগিয়ে নিতে এদেশের কৃষকদের ভূমিকা অনেক বেশি। আমাদের দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশে চাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের কৃষি পণ্য রফতানি হচ্ছে। কৃষক বাঁচলে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। কৃষকরাই হচ্ছে এদেশের প্রাণ। কীটনাশকের আগ্রাসন থেকে কৃষকদের বেড়িয়ে আসতে হবে। কীটনাশক ছাড়া আইপিএম পদ্ধতিতে ফলমূল চাষাবাদ করলে বিদেশে রফকতানি সম্ভব হবে। আজকে নারী-পুরুষ মিলে যে ৬০ জন কৃষক প্রশিক্ষণ নিলেন আপনারা আপনাদের এলাকার অন্য কৃষক ভাই-বোনদের সহযোগিতা করবেন। প্রশিক্ষণ নিতে আসা কৃষকেরা এর আগে নুরুন্নাহার কৃষিখামার পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশ্বরদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ